|| ড. মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানার সমন্বয়ে কওমি ওলামা পরিষদের ত্রী বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার জানিয়া নিজামিয়া দারুল উলম বেতুয়া মাদ্রাসায় মাদ্রাসার মোহতামিম আল্লামা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মও. জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহার মোহতামিম মও. শাহাদাৎ হোসাইন, ষোল মাইল কওমি মাদ্রাসার মোহতামিম মও. ইসমাইল হোসেন, পাঙ্গাশী ইসলামাবাদ সাইদিয়া মাদ্রাসার মোহতামিম মও. আবুল কালাম, তাড়াশ মারকাজ মসজিদের ইমাম মও. লুৎফর রহমান, সলঙ্গার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মোহতামিম নাজমুন নুর, হোড়গাতী মাদ্রাসার মোহতামিম মও. ইহয়া, রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মও.আব্দুর রাজ্জাক ও মুহাদ্দিস রেজাউল করিম ।
আলোচনা সভা শেষে ২য় পর্বে রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানার বিভিন্ন মাদ্রাসায় কর্মরত শিক্ষক বৃন্দের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচনে ২৫৮ভোট পেয়ে জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা আব্দুল বাসেত খান সভাপতি এবং ২০১ ভোট পেয়ে মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহার মোহতামিম মও. শাহাদাৎ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে মোট ৪ শত ৭৫ জন আলেম তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ৬৪ সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ -তাড়াশ ও সলঙ্গার কিছু অংশ) নিয়ে গঠিত সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ কমিটি গঠন করা হয়েছে বলে অনেকের ধারণা।
