
|| নিজস্ব প্রতিবেদক ||
জুলাই যোদ্ধা ও তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান ও মহাসচিব মো. নুরুল হুদা। শনিবার (১৩ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এই নিন্দা ও প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শরীফ ওসমান হাদী তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর। সকল ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি বুক চিতিয়ে কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় জুলাই যোদ্ধার ওপরে এই হামলা কোনো সাধারণ হামলা নয়, এর পিছনে রয়েছে লুকিয়ে রয়েছে দেশ ও জাতির জন্য গভীর ষড়যন্ত্র। দেশের এই পরিস্থিতির জন্য প্রশাসনকে জবাবদিহি করতঃ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
নেতৃদ্বয় বলেন, তারুণ্যের অহংকার এই ওসমান হাদী আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আতঙ্ক। তাঁকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলিবিদ্ধের ঘটনা দেশবাসী কোনভাবেই মেনে নিতে পারছে না।
নেতৃদ্বয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই নৃশংস হামলার সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
