বুধবার, নভেম্বর ২৬

এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিএসএফএফ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরীর সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের (বিএসএফএফ) চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বিএসএফএফ-এর পলিসি অ্যাডভাইজর লিয়াকত আলী চৌধুরী, নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং এনএসডিএ-এর সদস্যবৃন্দ।

বৈঠকে চিংড়ি ও মৎস্যখাতের জন্য চাহিদাভিত্তিক কারিকুলাম উন্নয়ন, মানসম্মত প্রশিক্ষণ সম্প্রসারণ, এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা সার্টিফিকেশন নিয়ে আলোচনা হয়। এছাড়া খাতটির দক্ষতা উন্নয়ন ও নীতি প্রণয়নে সহায়তা করতে মৎস্য শিল্পভিত্তিক শিল্প দক্ষতা পরিষদ গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়।

দেশের অন্যতম রপ্তানিমুখী খাত হিসেবে মৎস্য শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে দক্ষ মানবসম্পদ তৈরিতে এনএসডিএ সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *