শনিবার, ডিসেম্বর ২৭

উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ প্রতিযোগীদের সংবর্ধনা প্রদান  

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ প্রতিযোগিতায় সেরা মাঝিমাল্লা, সারিয়ালদ্বার, আড়ং, পরিচালক, নৌকা পরিচালক ও নৌকা সংগঠকদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া পৌর শহরের পাটবন্দরের ময়নাটকি সিনেমা হলের পাশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, বিডি নৌকা বাইচ প্রতিযোগিতার উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম পলাশ।

রুহুল কবিরের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিডি নৌকা বাইচের পরিচালক জি.এম শান্ত মন্ডল, মানবজমিন পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান, গ্রামীণ বিডি নৌকার পরিচালক মোঃ রাকিবুল ইসলাম, কন্টেইনার তিতাস পারভেজ, কৈর্বত্যগাঁতী দ্রুতযানের পরিচালক আমিরুল ইসলাম, নিউ একতা চ্যালেঞ্জের পরিচালক খায়রুল ইসলাম, বিডি নৌকা বাইচের সদস্য সোহেল রানা প্রমুখ।

পরে অনুষ্ঠানে সেরা মাঝিমাল্লা, সারিয়ালদ্বার, আড়ং, পরিচালক, নৌকা পরিচালক ও নৌকা সংগঠকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *