
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন।
অতিথিরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ন্যায়পরায়ণতা, সততা ও সত্যবাদিতার প্রতীক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজ থেকে হানাহানি, চুরি-ছিনতাই, ধর্ষণসহ নানা অনৈতিক কর্মকাণ্ড দূর হবে। নবী করীম (সা.)-এর আদর্শই মানবকল্যাণ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।