
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। ছুটির দিনগুলোতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি সেবা অব্যাহত রেখেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোদাব্বের হোসেন এবং সহকারী পরিচালক (সিসি) ডা. মনজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ সেবা চলমান রয়েছে।
সূত্র জানায়, গত ২৮ মার্চ ২০২৫ থেকে শুরু হওয়া ঈদের ছুটির মধ্যেও বেশ কয়েকটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এ ছাড়া সেবা গ্রহীতাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা প্রদান করা হচ্ছে। এসব সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
সেবা নিতে আসা অনেকেই জানিয়েছেন, ঈদের মতো দীর্ঘ ছুটির মধ্যেও জরুরি স্বাস্থ্যসেবা পেয়ে তাঁরা খুবই সন্তুষ্ট। এ সময় স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন বলেও জানান তারা।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও এসব জরুরি সেবা পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।