
|| নিজস্ব প্রতিবেদক ||
‘দেশ ও মানবতার কল্যাণে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২০২৬ সালের শীতকালীন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া রেলস্টেশন ও আশপাশের এলাকায় এই সামগ্রী বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে ইবি শাখা জমিয়তের সেক্রেটারি এস এম শামীম, জয়েন্ট সেক্রেটারি আহসান হাবীব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী এবং অর্থ সম্পাদক আহমদ আবদুল্লাহ খান (আল আমিন) উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য এস এম রেদোয়ানুল হাসান রায়হান, আরিফুল ইসলাম, নাজমুস সাকিব, আবদুল্লাহ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে বাদ আছর দিগন্ত মিলনায়তনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সেক্রেটারি এস এম শামীম বলেন—
“আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণকে সামনে রেখে কাজ করে থাকি। যেমনভাবে আমরা অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকি, ঠিক তেমনি এ দেশের অসহায়, হতদরিদ্র মানুষের পাশেও সবসময় দাঁড়িয়ে থাকব—ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
