বৃহস্পতিবার, নভেম্বর ২১

ইসলামী দলগুলোর ঐক্যমতে পৌঁছার এখনই সুবর্ণ সুযোগ

বাংলাদেশে ইসলামী দল এ মুহূর্তে কতগুলো আছে সেটার হিসাব আপাতত আমার কাছে নেই। তবে দল মত নির্বিশেষে ইসলামী দলগুলোর ঐক্যমতে পৌঁছার এখনই সুবর্ণ সুযোগ এসেছে এটা বলতে পারি।

আমার শ্রদ্ধেয় আলেম-ওলামাগণ! আপনারা তাকিয়ে দেখুন আজকের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে। তারা ধর্মীয় জ্ঞানে আপনাদের মত পূর্ণাঙ্গ নন। কিন্তু জাতির বিশেষ প্রয়োজনে সকল ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঢাল তরবারি সেনাপতি সেনাধ্যক্ষ জেনারেল ছাড়াই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন।

আল্লামা উপাধি নিয়ে মঞ্চ কাঁপানো বক্তৃতা দিয়ে শুধু নিজে নিজে বড় হয়ে অন্য আলেমকে কাফের ফতোয়া দিয়ে কাউকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে কোনদিন দেশ জাতির কাছে আপন হওয়া যায় না। মানুষ হিসেবে আমরা কেউই সর্বগুণে গুণান্বিত বা পূর্ণাঙ্গ নই। আমাদের প্রত্যেকের মাঝেই শত দোষ ত্রুটি আছে থাকবেই। ত্রুটি ছাড়া মানুষ নেই।

নিজে নিজে আল্লামা হয়ে দেশ জাতির কাছে বড় হওয়া যায় না। যায় না আপন হওয়া। দেশ জাতির ক্রান্তিকালে মহা বিপদের সময় কোন সহযোগিতা করতে পারলেই কেবল তারা বরণ করে নেয় এবং স্মরণীয় করে রাখে ।

ইংরেজি আমল থেকে শুরু করে এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে আলেমরা কখনো পিছ পা ছিলেন না। এবং সম্প্রতি কোটা আন্দোলনেতে তো নয়ই। শতাধিক হাফেজ আলিম মাদ্রাসার ছাত্র শহীদ হওয়ার এটাই বড় প্রমাণ। এই আন্দোলনের পুরোধায় যারা ছিলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দুইজনও মাদ্রাসার ছাত্র।

হানাফি আহলে হাদিস সুন্নি ওহাবি কওমি আলিয়া ইত্যাদি নিয়ে ঝগড়া বিবাদ করে দ্বিধা বিভক্তি হওয়ার সময় এখন নয়। এখন সময় ঐক্যমত্যের সময়। কাঁধে কাঁধ মিলিয়ে দেশজাতির জন্য কাজ করার সময়।

সম্প্রতি আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয়েছে, সেটা হল আন্দোলন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য নয়; আন্দোলন হতে হবে দেশ জাতিকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার নিষ্পেষণ বঞ্চনা থেকে মুক্ত করার জন্য। দেশ জাতির জন্য কিছু করলে তারাই আপনাদেরকে এমনিতেই ক্ষমতায় বসাবেন।

তাই এখন থেকে সকল ইসলামী দলের প্রতি বিনীত অনুরোধ আমাদের আন্দোলন থাকবে দেশজাতির মুক্তির জন্য। ক্ষমতা দখলের জন্য নয়। নয় ক্ষমতা দখলে কাউকে সহযোগিতা করার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *