
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দারস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা পবিত্র কুরআনের সুরা যুখরুফ থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফারুক আহমাদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মোস্তফা বশিরুল হাসান।
দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের বিধান অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নৈতিক সমাজ গঠন ও মানবতার মুক্তির জন্য কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, “পার্থিব স্বার্থে আল্লাহর শানে অবান্তর ও মিথ্যা আরোপ করা চরম ধৃষ্টতা এবং সত্যের আহ্বান আসার পর যারা কেবল পূর্বপুরুষদের দোহাই দিয়ে কুসংস্কারে নিমজ্জিত থাকে, তারা মূলত নিজেদের ধ্বংসই ডেকে আনে। প্রতিটি মুমিনের উচিত অন্ধ অনুকরণ ত্যাগ করে যুক্তিনির্ভর ঈমান গ্রহণ করা এবং রাসূলের (সা.) প্রদর্শিত পথে অবিচল থাকা।”
সাপ্তাহিক এই দারসুল কুরআন অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন এবং অত্যন্ত মনোযোগের সাথে দারস শ্রবণ করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
