
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামে ঐক্য আন্দোলনের কেদ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক ও মজলিসের শূরা সদস্য মরহুম হাফেজ মাওলানা হযরত আলীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বাদ আছর রাজধানীর পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মহিব্বুল্লাহ ভূঞা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম রোকনসহ কেন্দ্রীয় ও মহানগরীর কর্মপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তির নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়ার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ।
