বুধবার, জানুয়ারি ১৫

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ২০ হাজার ছাড়াল

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর বিবিসির।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রথমে ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে নজিরবিহীন আক্রমণ করে। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ৭ দিনের যুদ্ধবিরতি ছাড়া প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক জরুরি পরিচালক রিচার্ড ব্রেনান এই হতাহতের পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলেই মনে করেন।

গাজার ডাক্তাররা বলছেন, মৃত্যুর সংখ্যা এর চেয়েও আরও বেশি হতে পারে। কারণ অনেককে হাসপাতালে নেওয়া হয়নি আবার অনেক ভবনের ধ্বংসস্তূপের নিচে মরদেহ চাপা পড়ে থাকতে পারে।

ইসরায়েল অবরুদ্ধ গাজায় উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। সর্বশেষ রাফাহ হাসপাতালের কাছে এবং উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

হামাসের বিরুদ্ধে অভিযানের নামে প্রতিদিনই সেখানে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির ওপর বর্বর হামলা চালানো হচ্ছে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজায় খাদ্য সংকট ও বাস্তুচ্যুত লোকজনের মধ্যে বড় ধরনের মানবিক সহায়তা সরবরাহের জন্য বর্তমান পরিস্থিতির উন্নতি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *