শুক্রবার, ডিসেম্বর ২৬

ইবিতে শীতকালীন অবকাশে ১০ দিনের ছুটি ঘোষণা

|| মো. মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “আগামী ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা এবং ২৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অফিসসমূহ শীতকালীন অবকাশ উপলক্ষে বন্ধ থাকবে। তবে বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ চালু থাকবে।”

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের সুবিধার জন্য আবাসিক হলগুলো ও ডাইনিং খোলা থাকবে। তবে হলগুলোতে শিক্ষার্থী (ছেলেদের) সংখ্যা কম থাকলে পাঁচ হলের শিক্ষার্থীদের জন্য একটি হলের ডাইনিং খোলা রাখা হবে। পাশাপাশি দায়িত্বরত আনসারদের আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ছুটির দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক দিনগুলো থেকে বেশি গুরুত্বসহকারে দেখা হয় এবং সেই অনুযায়ী নেওয়া হয়। আমরা সেইভাবেই ব্যবস্থা নিয়েছি। ছুটির মধ্যে বহিরাগত কেউ যাতে কোনোরকমই প্রবেশ করতে না পারে সেটা খেয়াল রাখা হবে। হলগুলোতে প্রভোস্টদের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *