মঙ্গলবার, ডিসেম্বর ২৩

হাদীর মৃত্যুতে বাংলাদেশ পিপলস পার্টির গভীর শোক প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক ||

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ সংগঠক শরীফ উদ্দীন হাদীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান ও মহাসচিব মো. নুরুল হুদা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় পার্টির পক্ষ থেকে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, শরীফ উদ্দীন হাদীর এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানাচ্ছি।

নেতৃদ্বয় আরও বলেন, শরীফ উদ্দীন হাদী ছিলেন একজন দেশপ্রেমিক এবং সাহসী কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি এদেশের মানুষের অধিকার রক্ষায় এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তার এই অকাল মৃত্যু দেশের তরুণ প্রজন্মের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তারা আরও বলেন, “হাদী কেবল একজন সংগঠকই ছিলেন না, বরং তিনি ছিলেন পরিবর্তনের স্বপ্ন দেখা এক সাহসী তরুণ। তার অভাব দীর্ঘকাল অনুভূত হবে।”

নেতৃদ্বয় আরও বলেন, অকুতোভয় জুলাইযোদ্ধা ওসমান হাদীকে গুলিবিদ্ধ করে হত্যার সাথে যারা জড়িত, তাদের দ্রুত খুজে বের করে শাস্তি দিতে হবে। এছাড়াও তাকে হত্যার মধ্য দিয়ে যে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশের সকল জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উদ্দীন হাদী গতকাল রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন। আহত হাদী প্রথমে ঢাকা মেডিকেল তারপর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়।

ওসমান হাদী বিভিন্ন জাতীয় ইস্যুতে রাজপথে সাহসী ভূমিকা রেখে আসছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ পিপলস পার্টি শোকবার্তায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তাকে মহান আল্লাহ শহিদ হিসেবে কবুল করে নেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। পাশাপাশি তার পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *