
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম এক লাফে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে স্বর্ণের দাম এর আগে কখনো এই পর্যায়ে পৌঁছায়নি। আজ বুধবার (২৮ জানুয়ারি) থেকে সারা দেশে এই নতুন কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে ক্রেতাদের গয়না কেনার ক্ষেত্রে এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত পরিশোধ করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১১ বারই দাম বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালেও দেশের বাজারে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ বার। দফায় দফায় দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে মূল্যবান এই ধাতু।
