
|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়ায় চেংঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান এর উদ্যোগে শিক্ষা ও খেলাধুলা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ( ৯ এপ্রিল) দুপুর একটায় উপজেলার সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ নং ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন ও বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান এলাকায় ছাত্র-ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করেন। সকল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের কথা বলেন। আগামী অর্থ বছরে দুর্গামনি পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের রাস্তা, মাঠ ও স্কুল সংস্কার করার আহ্বান জানান।
এসময় ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা দূর্গামনি কার্বারি ও খরংচিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও খেলাধুলা উপকরণ স্কুল ব্যাগ,ফুটবল, সহ বিভিন্ন চিত্যবিনোদনের সামগ্রী বিতরণ করেন।
অন্যান্যদের মাঝে দুটি বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল বিকাশ চাকমা, কিরন বিকাশ ত্রিপুরা, ইউপি সদস্য সতিষ চাকমা, রুপক চাকমা, অল্পনা চাকমা, শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।