মঙ্গলবার, জানুয়ারি ১৩

ইউআইটিএস-এ ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘ব্রিজিং ফিউচারস’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং নিক্কো সেন্টার (Nikkou Centre)-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক “Bridging Futures: Japanese Career Pathways for UITS Graduates” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে জাপান থেকে আগত Japan Specified Skilled Worker Education Support Association-এর বোর্ড মেম্বার ও এক্সিকিউটিভ ডিরেক্টর (এশিয়া) হিডিও সুয়েমিতসু (Hideo Suemitsu)।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণ ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে জাপানি ভাষার গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন। একই সঙ্গে জাপানে কর্মসংস্থান ও গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়নে নিক্কো সেন্টার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজনেস স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ফারহানা রহমান সুমি-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (ছাত্র কল্যণ) শুভ দাস। তিনি সেমিনার পরিচালনায় নিক্কো সেন্টার থেকে আগত অতিথিদের মূল্যবান দিকনির্দেশনার জন্য ইউআইটিএস-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের নিয়ে একটি গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয় যা আয়োজনটিকে স্মরণীয় করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *