সোমবার, অক্টোবর ২৭

ইউআইটিএসে ব্যবসায়িক সমস্যা সমাধানে কেস স্টাডি পদ্ধতি বিষয়ে সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে ব্যবসায়িক সমস্যা সমাধানে কেস স্টাডি পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে “Case Study Method: A Practical Approach to Business Problem Solving“ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির আসন গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মি. আলভি রিয়াসাত মালিক, পিএইচডি Centre for Employment Relations, Innovation and Change (CERIC), Leeds University Business School (LUBS), University of Leeds, যুক্তরাজ্য, এবং সহযোগী অধ্যাপক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

মূল আলোচনায় মি. মালিক কেস স্টাডি পদ্ধতির মাধ্যমে ব্যবসায়িক সমস্যা সমাধানের বাস্তব ও একাডেমিক প্রয়োগ তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক চিন্তাশক্তি উন্নয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসান স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। তাঁরা ব্যবসায় শিক্ষায় কেস স্টাডি পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন এবং বাস্তব সমস্যা সমাধানে এর প্রয়োগমূলক দিকগুলো সম্পর্কে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন বিজনেস স্টাডিজ বিভাগের প্রভাষক মিস খাদিজা আক্তার। সমাপনী বক্তব্যে সেমিনারের সভাপতি রিসোর্স পারসন, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সহকারী অধ্যাপক মিস ফারহানা রহমান সুমি, কনভেনার, কো-কারিকুলার কমিটি; এবং কমিটির সদস্যবৃন্দ সহকারী অধ্যাপক মিস শুমি সরকার, সহকারী অধ্যাপক মিস শামিমা আক্তার, প্রভাষক মো. মেহেদী হাসান, এবং সদস্য-সচিব প্রভাষক নূর হাছান মাহমুদ খান-সহ সকলকে বিশেষ ধন্যবাদ জানান।

সেমিনার শেষে রিসোর্স পারসনকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে সেমিনারের অংশগ্রহণকারীদের নিয়ে একটি গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়, যা আয়োজনটিকে আরও স্মরণীয় করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *