ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৪৩তম ব্যাচের নবীনবরণ ও ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ইইই ও ইসিই বিভাগ এবং ইউআইটিএস ইইই ক্লাবের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু হাসান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, ইইই বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আবেদুল হাদি, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহকারী অধ্যাপক শুভ দাস, এবং বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
পবিত্র কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা ঘটে। শুভেচ্ছা বক্তব্যে ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইয়াছিন আলী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে সফলতার জন্য বিশেষ শুভকামনা জানান। এরপরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইইই বিভাগের কোর্স কো-অর্ডিনেটর ও প্রভাষক মুসাদ হাসান। নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে ৪৩তম ব্যাচের ছাত্র আবতাহী আহমেদ। বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৩৭তম ব্যাচের ছাত্র ও ইইই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আবু জর গিফারী আহাদ।
এরপর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম শিক্ষার্থীদের তড়িৎ প্রকৌশলে বিভাগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। এরপর বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহকারী অধ্যাপক শুভ দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ। এসময় তিনি বিদায়ী ৩৭তম ব্যাচের ভূমিকা উল্লখে করেন ও নবীনদের দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু হাসান ভুঁইয়া ইইই বিভাগের গৌরবমন্ডিত ইতিহাসের স্মৃতিচারণ করেন এবং বর্তমান বিশ্বে তড়িৎ প্রকৌশলে বিভাগের অবদানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান বিভাগটির বর্তমান শিক্ষার্থীরা। অনুষ্ঠানের আরেকটি বিশেষ মুহূর্ত ছিল বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, যেখানে তাদের হাতে ক্রেস্ট তুলেদেন সম্মানিত অতিথিবৃন্দ।
সমাপনী বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সভাপতি ইইই বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আবেদুল হাদি, এসময় তিনি শিক্ষার্থীদের গবেষণায় অনুপ্রেরণা জোগাতে দিকনির্দেশনা প্রদান করেন, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। সব শেষে তিনি ইইই বিভাগের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের ইতি টানেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইইই বিভাগের ৪০তম ব্যাচের ছাত্রী দিশা হাসান।