
|| আন্তর্জাতিক ডেস্ক ||
পার্লামেন্টে এমপিদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনের নয় মাসের মাথায় অনাস্থার কারণে তার এই পদত্যাগ করতে হলো। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে গত সোমবার বায়রু নিজের আহ্বান করা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান। এর ফলশ্রুতিতে ফ্রান্স নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। একই সঙ্গে মাখোঁর কাঁধে তার শাসনামলে সপ্তম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব পড়ে।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাখোঁ আগামী কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হলে আগাম নির্বাচনের জল্পনার অবসান ঘটবে বলে আশা করছেন দেশটির প্রেসিডেন্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক বায়রু’র ঘনিষ্ঠ একজন এএফপিকে জানান, বায়রু প্রেসিডেন্ট মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর উত্তরসূরির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত বায়রু ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।