ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সাথে সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বিশ্বসূফী সেন্টারের সাধারণ সম্পাদক ও নকশবন্দীয়া তরীকার শায়েখ আব্দুল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার বিশ্বসূফী সেন্টারের সাধারণ সম্পাদক ও নকশবন্দীয়া তরীকার শায়েখ আব্দুল করিম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাথে মানুষের মাঝে ইসলামিক সহী আত্মশুদ্ধি চর্চা ও বিকাশে উদ্বুদ্ধ করার জন্য এক সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
শায়েখ আব্দুল করিম ইআবি’র উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আগামী ১৩-১৯ মে ২০২৪ ইং তারিখে উজবেকিস্তানের বুখারা সমরকন্দে আসন্ন ৪র্থ নকশবন্দী ফেস্টিভেল কনভেনশনে যোগদানের আমন্ত্রন জানিয়েছেন।