আমি সৎ
|| মো. নুরুল হুদা
আমি সৎ, ভাবছি আমি বেশ;
লোকে আমায় বাসবে ভালো
রবে না কোন দ্বেষ।
সৎ নিয়তে করব কাজ
আসবে না বারণ,
সৎ কাজে জীবন দিব
করি মহান প্রভুরে স্মরণ।
এ দুনিয়া সহজ নয়
মন্দ কাজই সহজ,
ভালো কাজে বাধা বেশি
সজাগ থাকতে হয় রোজ।
সৎকাজে বাধা নেই
এমন ভাবতে মানা,
ক্ষকের জীবন কেটেই যাবে
সবার আছে জানা।
প্রতিদিন সজাগ রব
এটাই করি পণ,
আমার পাশে সুখী রবে
সকল জনগণ।
লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ১৮ ডিসেম্বর, ২০২২ খ্রি.।