
|| আব্দুল হামিদ সরকার ||
আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?
শহীদ মিনার, স্মৃতিসৌধ, লক্ষ বীরাঙ্গনা।
আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?
বাঁশ ঝাড়ে পাখি উড়ে নদীর মোহনা।
আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?
একতারা বাউল হাতে পাহাড়ি ঝর্ণা।
আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?
ঝিলে ফোটা শাপলা শালুক কচুরিপানা।
আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?
পাল তুলে নৌকা চলে মেঘনা যমুনা।
আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?
বাংলা আমার জন্মভুমি, হেথায় আসল ঠিকানা।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ৩০ জানুয়ারি, ২০২৫।