
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগের প্রভাষক মো. আল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত দ্বিতীয় “আন্তর্জাতিক সম্মেলন অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি”-এ অসাধারণ সাফল্য অর্জন করেন।
উক্ত সম্মেলনে তিনি “Assessment of Antidiabetic Activity of Methanolic Extract of Piper sylvaticum: In Vivo and In Silico Approaches” শীর্ষক গবেষণাকর্ম উপস্থাপন করেন। অনেক জাতীয় ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতা করে, তার পোস্টারটি সেরা পোস্টার উপস্থাপনা পুরস্কার পায়, যা ইউআইটিএস গবেষণার উদ্ভাবন এবং বৈজ্ঞানিক যোগ্যতা প্রদর্শন করে।
ইউআইটিএস-এর ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোফাজ্জল হোসেন সহ-লেখক হিসেবে দায়িত্ব পালন করেন এবং গবেষণা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই অর্জন ইউআইটিএস ফার্মেসি বিভাগের ক্রমবর্ধমান একাডেমিক এবং গবেষণা উৎকর্ষতা তুলে ধরে। ইউআইটিএসের জন্য গর্ব বয়ে আনার জন্য মো. আল আমিনসহ গবেষণা দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
