
||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে দুইজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে আদালত চত্বরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাজিরা শেষ করে দুই ব্যক্তি আদালত ভবনের মূল ফটকের দিকে হাঁটছিলেন। এসময় সামনে থেকে এসে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জন মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতাজনিত কিংবা টার্গেট কিলিংয়ের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
সহকারী পুলিশ কমিশনার বলেন, “দুর্বৃত্তদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত টিম মাঠে নেমেছে। খুব দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত পরিচয় ও পটভূমি জানার চেষ্টা চলছে।
