শুক্রবার, অক্টোবর ১০

আজ বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন সৈয়দ ফয়জুল করীম

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মঙ্গলবার (২৭ আগস্ট) তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে সংকটকালে হাদিয়া বিতরণ করবেন।

দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, ভারতের পানি আগ্রাসন সম্মিলিতভাবে রুখে দিতে হবে। ভারত যে অপরাধ করেছে, তা ক্ষমার অযোগ্য। আন্তর্জাতিক আদালতে এ অন্যায়ের বিরুদ্ধে মামলা করে বিচার চাওয়া উচিত।

তিনি বলেন, অসময়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অন্যায়ভাবে বাঁধ খুলে দিয়ে দেশের নিম্নাঞ্চলগুলোয় ইতিহাসের ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করে মানবতাবিরোধী অপরাধ করেছে। এ অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রকে বলিষ্ঠভাবে এখনই সোচ্চার হতে হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, দুই দেশের অভিন্ন ৫৪টি নদীর ৫১টিতে আন্তর্জাতিক নদী আইন অম্যান্য করে ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য উজানে অসংখ্য বাঁধ, ব্যারাজ দিয়েছে এবং ভিন্ন খাতে একতরফাভাবে পানি ছাড়ছে ও প্রত্যাহার করছে।

তিনি আরও বলেন, পানি আগ্রাসনের কারণে গোটা বাংলাদেশে আজ বর্ষায় তলিয়ে যাচ্ছে এবং গ্রীষ্মে মরু আকার ধারণ করছে। ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প আন্তর্জাতিক নদী আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। এই আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে আহ্বান জানান তিনি।

চরমোনাই পীর বলেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এ মুহূর্তে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বড় কাজ। বন্যায় ক্ষতিগ্রস্তদের দুঃখে পাশে থাকব এবং তাদের সহায়তা করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *