শুক্রবার, জুলাই ৪

আইআইআইটি-বিআইআইটি সামার স্কুল সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||

গাজীপুরের সালনা পর্যটন রিসোর্ট ও পিকনিক স্পটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইটি)-এর যৌথ উদ্যোগে “আইআইআইটি-বিআইআইটি সামার স্কুল ২০২৫” সম্প্রতি অনুষ্ঠিত হয়। এবারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রোগ্রামের মূল প্রতিপাদ্য ছিল: “বুদ্ধিবৃত্তি, ওহি এবং মূল্যবোধের আন্তঃসংলাপ”।

সামার স্কুলে অংশগ্রহণকারীরা বিশ্ববিখ্যাত শিক্ষকদের থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: শিল্পবিপ্লব ও জ্ঞান সমন্বয়; ওহি বনাম প্রকৌশল ও প্রযুক্তি; পাশ্চাত্য ও ইসলামি দৃষ্টিকোণ থেকে তুলনামূলক শিক্ষাচিন্তা; সৃজনশীল শিক্ষার জন্য মাইন্ড ম্যাপিং; কুরআন ও সুন্নাহ ভিত্তিক ‘মাকাসিদ আল-শারিআ’হ’ ও ফিকহ; উপনিবেশবাদ থেকে সভ্যতার সংঘাত: উম্মাহর জন্য এর তাৎপর্য; ইসলামি দৃষ্টিকোণ থেকে একাডেমিক রাইটিং; তুলনামূলক অর্থনৈতিক চিন্তাধারা; এসএমইটি শিক্ষা ও চূড়ান্ত সত্যের অনুসন্ধান; যুবসমাজকে প্রযুক্তিগতভাবে ক্ষমতায়ন; জ্ঞান, শিক্ষা ও সভ্যতা; মুসলিম গবেষকদের জন্য গবেষণা অগ্রাধিকার ও সুযোগ; গবেষণার নকশা ও প্রবন্ধ প্রকাশনার কৌশল; গবেষণার উপনিবেশমুক্তকরণ পদ্ধতি; ধর্মনিরপেক্ষতা, সাম্রাজ্যবাদ ও আধুনিকতা; সমালোচনামূলক চিন্তাধারা।

এই আয়োজনে যেসব খ্যাতিমান শিক্ষক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক রিসোর্স পার্সন হিসেবে অংশ নিয়েছেন, তাদের মধ্যে ছিলেন: আইআইআইটি’র সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ওমর হাসান কাসুলি সিনিয়র, আইইউটি ও আইইউএসটি এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফজলি ইলাহী, আইআইইউএম’র ইমেরিটাস প্রফেসর ড. রোসনানি হাশিম, সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও বিআইআইটি’র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, আইআইইউএম’র ইসলামিক রিভিল্ড নলেজ অ্যান্ড হিউম্যান সায়েন্সেস এর প্রফেসর ড. রেদওয়ান এলাত্রাশ, শিকাগোর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর প্রফেসর ড. আব্দুল্লাহ আল আহসান, আইআইইউএম’র ইংরেজি বিভাগের প্রফেসর ড. মাহমুদুল হাসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর অর্থনীতির প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর প্রফেসর ড. নাজমুল হক রবি, জনস হপকিন্স ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ প্রফেসর ড. ফরিদ আহমেদ, বিআইআইটি’র মহাপরিচালক ও আইইউটি’র ভিজিটিং প্রফেসর ড. এম. আবদুল আজিজ, ব্র্যাক ইউনিভার্সিটির বিজনেস স্কুলের প্রফেসর ড. মাহমুদুল আলম, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনার অ্যাসোসিয়েট প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ, মাহাদুল ফিকরি ওয়াদ দিরাসা’তিল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মুসা আল হাফিজ, ব্রিটিশ সাফার এডুকেশন ও ক্যামব্রিজ ইসলামিক সেন্টারের ড. আবুল কালাম আজাদ, কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসর এর ড. জাবেদ মোহাম্মদ।

পঞ্চাশজন অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কিছু বইয়ের ওপর অনুষ্ঠিত বিশ্লেষণমূলক আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার মধ্য দিয়ে ইসলামি জ্ঞানচর্চার বিভিন্ন শাখায় মূল্যবান জ্ঞান অর্জন করেছেন। বইগুলোর মধ্যে ছিল: মাজেন হাশেম এর মাকাসিদ আল-শরিয়াহ: এ সিভিলাইজেশনাল পার্সপেক্টিভ, আব্দুল হামিদ আবু সুলায়মান এর ক্রাইসিস ইন দ্য মুসলিম মাইন্ড এবং দ্য কুরআনিক ওয়ার্ল্ড ভিউ, ইসমাইল রাজি আল-ফারুকির আল-তাওহীদ: ইটস ইম্পলিকেশন্স ফর থট এন্ড লাইফ, শাহ আবদুল হান্নান এর উসূল আল-ফিকহ, ড. মোহাম্মদ ওমর ফারুক এর টুওয়ার্ডস আওয়ার রিফরমেশন: ফ্রম লিগ্যালিজম টু ভ্যালু ওরায়েন্টেড ইসলামি ল এন্ড জুরিসপ্রুডেন্স।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. আবদুল আজিজ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিআইআইটির নির্বাহী কমিটির সদস্য মীর লুৎফুল কবির সাদী এবং উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহমুদুল আলম। বিআইআইটি’রর একাডেমিক ফেলো এবং সামার স্কুলের কোর্স কো-অর্ডিনেটর ড. মুমতাহিনা অনুষ্ঠানটি পরিচালনা করেন। অংশগ্রহণকারীদের আগ্রহ, দায়িত্বশীলতা এবং জ্ঞানচর্চার প্রতি তাদের অঙ্গীকারকে সম্মান জানাতে তাঁদের মধ্যে সনদপত্র, বই, ব্যাগ এবং পুরস্কার বিতরণ করা হয়। সঞ্চালনায় ছিলেন ড. ইব্রাহিম খলিল আনোয়ারী, আবদুল কাদের জিলানী ও আনিসুর রহমান এরশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *