
|| জে.ডি. উজ্জ্বল | স্টাফ রিপোর্টার ||
র্দীঘ দুইবছর যাবৎ থেলাসেমিয়া রোগে আক্রান্ত শিবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্রতিনিধি সুমাইয়া। প্রতি মাসেই নতুন করে শরীরে রক্ত নিতে হয়। কোনো মাসে দুই ব্যাগ কোনো মাসে তিন ব্যাগ রক্ত লাগে তার। এছাড়াও থেলাসেমিয়া রোগের চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হয় তার পিছনে।
পিতার উপার্জিত অর্থ থেকে সংসারের খরচ বাদে সব টাকাই তাঁর চিকিৎসার পিছনেই ব্যয় হয়। হঠাৎ তার অসুস্থতা বৃদ্ধি পায় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং ৪দিন/৪ রাত অক্সিজেন দিয়ে আই.সি.সি.ইউতে রাখেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক। শারীরিক অবস্থার উন্নতি হলেও স্থায়ীভাবে সুস্থত করতে হলে অবশ্যই তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত গতিতে দেশের বাইরে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এমতাবস্থায়, বাংলাদেশের ডক্টর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাহিরে যেতে সকল রেফারেন্স দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন বগুড়ায় শহীদ জিয়া মেডিক্যাল কলেজের উপ-পরিচালক।
কিন্তু এতদিন বাংলাদেশে চিকিৎসার খরচ বহন করতে তার পরিবারের আয়ের সব টাকা তার পিছনে খরচ হয়। ফলে বাহিরের দেশে উন্নত চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এমতবস্থায় দেশ ও দেশের বাইরে থাকা সকল দানবীর ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে। যে যার সাধ্য মতো অর্থ দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ জানানো হয়েছে, যাতে সে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরতে পারে এবং অসম্পূর্ণ লেখাপড়া শেষ করে দেশের একজন সফল সংবাদকর্মী হিসাবে দায়িত্ব পালন করতে পারে।
যে নাম্বারে টাকা দিয়ে সাহায্য করবেনঃ বিকাশ ব্যাক্তিগত
নাম: সুমাইয়া মোস্তাকিম
গ্রাম: ধারিয়া বাজার
পোস্ট : কিচক
থানা: শিবগঞ্জ
জেলা: বগুড়া
বিকাশ ব্যাক্তিগত একাউন্ট নাম্বারে 👉🏿 :- ০১৭১৭৮৫১৭০৬/০১৭২৯৩৫১২৩৭
