সোমবার, জানুয়ারি ২৬

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরি; বেতন ৪০ হাজার

|| ক্যারিয়ার ডেস্ক ||

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ বড় ধরনের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন স্নাতক পাশ প্রার্থীকে নিয়োগ দেবে। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত তথ্য:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া গত শনিবার থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ সম্পন্ন হতে হবে। পাশাপাশি এমএস এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্টসহ কম্পিউটারের সাধারণ কাজে দক্ষ হতে হবে।

যোগ্যতা ও সুযোগ-সুবিধা:

  • বয়সসীমা: আবেদনকারীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।
  • আবেদনকারী: নারী ও পুরুষ উভয়ই আবেদনের সুযোগ পাবেন।
  • বেতন: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ হাজার টাকা বেতন পাবেন।
  • অন্যান্য সুবিধা: মাসিক বেতন ছাড়াও প্রার্থীরা ভ্রমণ ভাতা (TA/DA), প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে দুটি উৎসব বোনাস এবং বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। এছাড়া প্রাণ-আরএফএল আউটলেটে বিশেষ ছাড়ে কেনাকাটার সুবিধাও থাকছে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডিজবস অথবা প্রতিষ্ঠানের নিজস্ব পোর্টালে গিয়ে ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *