
|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||
প্রশাসনের উচ্চস্তরে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস ২০তম ব্যাচের ১১৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই পদের জন্য যোগ্য বিবেচিত হওয়া ৪০৭ জন কর্মকর্তার তথ্য যাচাই-বাছাই শেষে ১১৮ জনকে চূড়ান্তভাবে পদোন্নতির জন্য নির্বাচন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের বর্তমান কর্মস্থল থেকে সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। তবে কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমানে যে দপ্তরে কর্মরত আছেন সেই নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন। সরাসরি যোগদানের পাশাপাশি ইমেইলের মাধ্যমেও (sal@mopa.gov.bd) ডিজিটাল পদ্ধতিতে যোগদানের সুযোগ রাখা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে পদোন্নতি পাওয়ার পর যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রকার বিরূপ বা ভিন্নতর তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে কর্তৃপক্ষ এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
