
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। হর্ন বাজানো একটি সামাজিক বদভ্যাস হয়ে দাঁড়িয়েছে এবং এটি পরিবর্তনের দায়িত্ব আমাদের সবার। আজ রবিবার (২৫ জানুয়ারি) বিমানবন্দর এলাকায় ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো অজুহাতেই হর্ন বাজানো যাবে না। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে এবং তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পুলিশ এখন থেকে হর্ন বাজানোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে। তিনি বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত করে একটি উদাহরণ তৈরির ওপর জোর দেন এবং বেবিচককে ভলান্টিয়ারদের মাধ্যমে এই কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
শব্দদূষণের ভয়াবহ প্রভাব উল্লেখ করে উপদেষ্টা জানান, ঢাকার উচ্চশব্দের কারণে প্রায় ৬৫ শতাংশ গাড়িচালক কানে কম শোনেন এবং শিশুদের পড়াশোনায় চরম অস্বস্তি তৈরি হয়। তিনি এই দূষণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের স্বপ্রণোদিত হয়ে কাজ করার অনুরোধ জানান।
সমাবেশে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রণীত নতুন বিধিমালা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় পরিবেশ মন্ত্রণালয়, বিআরটিএ ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
